বঙ্গবাসীর প্রতি কবিতা [ bangabasir prati kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর কড়ি ও কোমল-কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ কড়ি ও কোমল
কবিতার নামঃ বঙ্গ-বাসীর প্রতি
বঙ্গবাসীর প্রতি কবিতা । bangabasir prati kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
আমায় বোলো না গাহিতে বোলো না।
এ কি শুধু হাসিখেলা, প্রমোদের মেলা
শুধু মিছে কথা ছলনা!
আমায় বোলো না গাহিতে বোলো না।
এ যে নয়নের জল, হতাশের শ্বাস,
কলঙ্কের কথা, দরিদ্রের আশ,
এ যে বুক-ফাটা দুখে গুমরিছে বুকে
গভীর মরমবেদনা।
এ কি শুধু হাসিখেলা, প্রমোদের মেলা,
শুধু মিছে কথা ছলনা।
এসেছি কি হেথা যশের কাঙালি
কথা গেঁথে গেঁথে নিতে করতালি,
মিছে কথা কয়ে মিছে যশ লয়ে
মিছে কাজে নিশিযাপনা।
কে জাগিবে আজ, কে করিবে কাজ,
কে ঘুচাতে চাহে জননীর লাজ–
কাতরে কাঁদিবে, মা’র পায়ে দিবে
সকল প্রাণের কামনা।
এ কি শুধু হাসিখেলা, প্রমোদের মেলা,
শুধু মিছে কথা ছলনা!
আরও দেখুনঃ
পত্র কবিতা | potro kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
নুটু কবিতা | nutu kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
প্রতীক্ষা কবিতা | protikkhka kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
অভ্যুদয় কবিতা | obhyuday kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
কলুষিত কবিতা | kolushito kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর