ভাবী কাল
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : পূরবী [ ১৯২৫ ]
কবিতার শিরনামঃ ভাবী-কাল
![ভাবী কাল bhabikal [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 ভাবী কাল bhabikal [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-2-2.jpg)
ভাবী কাল bhabikal [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষমা কোরো, যদি গর্বভরে
মনে মনে ছবি দেখি — মোর কাব্যখানি লয়ে করে
দূর ভাবী শতাব্দীর অয়ি সপ্তদশী
একেলা পড়িছ তব বাতায়নে বসি।
আকাশেতে শশী
ছন্দের ভরিয়া রন্ধ্র ঢালিছে গভীর নীরবতা
কথার অতীত সুরে পূর্ণ করি কথা;
হয়তো উঠিছে বক্ষ নেচে —
হয়তো ভাবিছ,”যদি থাকিত সে বেঁচে,
আমারে বাসিত বুঝি ভালো।’
হয়তো বলিছ মনে,”সে নাহি আসিবে আর কভু,
তারি লাগি তবু
মোর বাতায়নতলে আজ রাত্রে জ্বালিলাম আলো।’
![ভাবী কাল bhabikal [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 প্রত্যক্ষ প্রমাণ protokhyo proman [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-3-2.jpg)
আরও দেখুনঃ
- আমার প্রিয়ার ছায়া [ Amar Priyar Chhaya ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
- কিছু বলব বলে এসেছিলেম [ Kichu Bolbo Bole Eshechilam ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
- আজি বরিষন মুখরিত [ Aji Borishono Mukhorito ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
- মনে হল যেন [ Mone Holo Jeno ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
- আঁধার অম্বরে প্রচণ্ড [ Adhar Ambare Prachanda ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)