ভুল ভাঙা কবিতা । bhul bhanga kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সমাপন somapon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

সমাপন somapon

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পূরবী [ ১৯২৫ ]

কবিতার শিরনামঃ সমাপন somapon

সমাপন somapon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সমাপন somapon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

  এবারের মতো করো শেষ

          প্রাণে যদি পেয়ে থাকো চরমের পরম উদ্দেশ;

                        যদি অবসান সুমধুর

                আপন বীণার তারে সকল বেসুর

                     সুরে বেঁধে তুলে থাকে;

                        অস্তরবি যদি তোরে ডাকে

দিনেরে মাভৈঃ বলে যেমন সে ডেকে নিয়ে যায়

             অন্ধকার অজানায়;

           সুন্দরের শেষ অর্চনায়

আপনার রশ্মিচ্ছটা সম্পূর্ণ করিয়া দেয় সারা;

             যদি সন্ধ্যাতারা

           অসীমের বাতায়নতলে

শান্তির প্রদীপশিখা দেখায় কেমন করে জ্বলে;

             যদি রাত্রি তার

           খুলে দেয় নীরবের দ্বার,

      নিয়ে যায় নিঃশব্দ সংকেতে ধীরে ধীরে

      সকল বাণীর শেষ সাগরসংগম-তীর্থ-তীরে;

সেই শতদল হতে যদি গন্ধ পেয়ে থাকো তার

মানসসরসে যাহা শেষ অর্ঘ্য, শেষ নমস্কার।

 

গানভঙ্গ gaanbhanga | কাহিনী [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

FacebookTwitterEmailShare

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।