আঁধার অম্বরে প্রচণ্ড [ Adhar Ambare Prachanda ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)

আঁধার অম্বরে প্রচণ্ড [ Adhar Ambare Prachanda ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)

 

আজি নির্ভয়নিদ্রিত ভুবনে aji nirbhoy nidrito bhubone [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রাগ: মিশ্র মল্লার

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

কাঁচা ধানের ক্ষেতে যেমন kacha dhaner khete jemon [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আঁধার অম্বরে প্রচণ্ড [ Adhar Ambare Prachanda ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)

 

আমি অধম অবিশ্বাসী ami odhom abiswasi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে।

অশত্থপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে॥

নদীর কল্লোল, বনের মর্মর, বাদল-উচ্ছল নির্ঝরঝর্ঝর,

ধ্বনি তরঙ্গিল নিবিড় সঙ্গীতে– শ্রাবণসন্ন্যাসী রচিল রাগিণী॥

কদম্বকুঞ্জের সুগন্ধমদিরা অজস্র লুটিছে দুরন্ত ঝটিকা।

তড়িৎশিখা ছুটে দিগন্ত সন্ধিয়া, ভয়ার্ত যামিনী উঠিছে ক্রন্দিয়া–

নাচিছে যেন কোন্‌ প্রমত্ত দানব মেঘের দুর্গের দুয়ার হানিয়া ॥

 

আঁধার অম্বরে প্রচণ্ড [ Adhar Ambare Prachanda ]

 

আরও দেখুন…

হৃদয়ে মন্দ্রিল ডমরু [ Hridaye Mandrila Damaru ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)

আঁধার অম্বরে প্রচণ্ড [ Adhar Ambare Prachanda ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)

থামাও রিমিকি-ঝিমিকি বরিষন [ Thamao Rimiki Jhimiki Barishan ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)

আমি শ্রাবণ-আকাশে ওই [ Ami Shraban Akashe Oi ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)

চিত্ত আমার হারালো [ Chitta Amar Haralo ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)

মন্তব্য করুন