প্রকৃতি পর্ব ৪ – আজ তালের বনের করতালি গান [ Aj Taler Baner Karatali Gaan ]

আজ তালের বনের করতালি গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের ৪ নম্বর গান।

 

 

রাগ: দেশ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

 

প্রকৃতি পর্ব ৪ – আজ তালের বনের করতালি গান [ Aj Taler Baner Karatali Gaan ]

 

 

আজ   তালের বনের করতালি   কিসের তালে

পূর্ণিমাচাঁদ মাঠের পারে     ওঠার কালে॥

          না-দেখা কোন্‌ বীণা বাজে   আকাশ-মাঝে,

          না-শোনা কোন্‌ রাগ রাগিণী   শূন্যে ঢালে॥

ওর   খুশির সাথে কোন্‌ খুশির আজ   মেলামেশা,

কোন্‌   বিশ্বমাতন গানের নেশায়   লাগল নেশা।

          তারায় কাঁপে রিনিঝিনি   যে কিঙ্কিণী

          তারি কাঁপন লাগল কি ওর   মুগ্ধ ভালে॥

 

আরও দেখুন…

মন্তব্য করুন