আত্ম-অপমান atmo opoman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আত্ম-অপমান

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ আত্ম অপমান

আত্ম-অপমান atmo opoman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আত্ম-অপমান atmo opoman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মোছো তবে অশ্রুজল, চাও হাসিমুখে

বিচিত্র এ জগতের সকলের পানে।

মানে আর অপমানে সুখে আর দুখে

নিখিলের ডেকে লও প্রসন্ন পরানে।

কেহ ভালোবাসে কেহ নাহি ভালোবাসে,

কেহ দূরে যায় কেহ কাছে চলে আসে,

আপনার মাঝে গৃহ পেতে চাও যদি

আপনারে ভুলে তবে থাকো নিরবধি।

ধনীর সন্তান আমি, নহি গো ভিখারি,

হৃদয়ে লুকানো আছে প্রেমের ভাণ্ডার,

আমি ইচ্ছা করি যদি বিলাইতে পারি

গভীর সুখের উৎস হৃদয় আমার।

দুয়ারে দুয়ারে ফিরি মাগি অন্নপান

কেন আমি করি তবে আত্ম অপমান!

আত্ম-অপমান atmo opoman [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন