আধখানা বেল কবিতা | adhkhana bel kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আধখানা বেল কবিতাটি [ adhkhana-bel kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

আধখানা বেল

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ আধখানা-বেল

 

আধখানা বেল কবিতা | adhkhana-bel kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 আধখানা-বেল

       খেয়ে কানু বলে,–

          “কোথা গেল বেল

                   একখানা।’

     আধা গেলে শুধু

       আধা বাকি থাকে,

          যত করি আমি

                 ব্যাখ্যানা,

সে বলে, “তাহলে মহা ঠকিলাম,

আমি তো দিয়েছি ষোল আনা দাম।’–

     হাতে হাতে সেটা করিল প্রমাণ

          ঝাড়া দিয়ে তার

              ব্যাগখানা।

Amar Rabindranath Logo

মন্তব্য করুন