Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক পর্যায়ের গান

রবীন্দ্রনাথ আনুষ্ঠানিক পর্যায়ের গান। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল গীতিকার বা সুরকার নন, তিনি ছিলেন সংগীতস্রষ্টা। ‘গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে’ গানটিই সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচনা। মাত্র ১১ বছর বয়সে এই গানটি লিখেছিলেন তিনি। এরপর প্রায় ৭০ বছর ধরে নিয়মিত গান রচনা করেছিলেন রবি ঠাকুর। ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’- রবীন্দ্রনাথ নিজে তাঁর গানগুলিকে ৬ পর্যায়ে বিভক্ত। আজ দেখে নেয়া যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আনুষ্ঠানিক পর্যায়ের গানগুলো:

রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক পর্যায়ের গান

আজি কাঁদে কারা
আলোকের পথে প্রভু
ইহাদের করো আশির্বাদ
একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে
ওই মহামানব আসে

জগতের পুরোহিত তুমি
জয় তব হোক জয়
তাঁহার অসীম মঙ্গললোক হতে
তুমি হে প্রেমের রবি
দুজনে এক হয়ে যাও
নব-জীবনের যাত্রাপথে

প্রেমের মিলনদিনে
বিশ্ববিদ্যালয়তীর্থপ্রাঙ্গণ কর মহোজ্জ্বল
শুভদিনে শুভক্ষণে
সমুখে শান্তিপারাবার
সুমঙ্গলী বধু
হে নূতন, দেখা দিক আর বার

 

 

আরও পড়ুন:

Exit mobile version