আপনারে তুমি করিবে গোপন aapanaare tumi karibe gopan [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

আপনারে তুমি করিবে গোপন aapanaare tumi karibe gopan [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]

কবিতার শিরোনামঃ আপনারে তুমি করিবে গোপন

আপনারে তুমি করিবে গোপন aapanaare tumi karibe gopan [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

আপনারে তুমি করিবে গোপন aapanaare tumi karibe gopan [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

আপনারে তুমি করিবে গোপন

        কী করি।

হৃদয় তোমার আঁখির পাতায়

     থেকে থেকে পড়ে ঠিকরি।

আজ আসিয়াছ কৌতুকবেশে,

মানিকের হার পরি এলোকেশে,

নয়নের কোণে আধো হাসি হেসে

     এসেছ হৃদয়পুলিনে।

আপনারে তুমি করিবে গোপন aapanaare tumi karibe gopan [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

ভুলি নে তোমার বাঁকা কটাক্ষে,

ভুলি নে চতুর নিঠুর বাক্যে

        ভুলি নে।

করপল্লবে দিলে যে আঘাত

করিব কি তাহে আঁখিজলপাত।

      এমন অবোধ নহি গো।

হাসো তুমি, আমি হাসিমুখে সব

        সহি গো।

আপনারে তুমি করিবে গোপন aapanaare tumi karibe gopan [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
– রবীন্দ্রনাথ ঠাকুর

আজ এই বেশে এসেছ আমায়

       ভুলাতে।

কভু কি আস নি দীপ্ত ললাটে

      স্নিগ্ধ পরশ বুলাতে।

দেখেছি তোমার মুখ কথাহারা–

জলে-ছলছল ম্লান আঁখিতারা,

দেখেছি তোমার ভয়-ভরে সারা

      করুণ পেলব মুরতি।

দেখেছি তোমার বেদনাবিধুর

পলকবিহীন নয়নে মধুর

        মিনতি।

আপনারে তুমি করিবে গোপন aapanaare tumi karibe gopan [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
Rabindranath Tagore [ রবীন্দ্রনাথ ঠাকুর ]

আজি হাসিমাখা নিপুণ শাসনে

তরাস আমি যে পাব মনে মনে

      এমন অবোধ নহি গো

হাসো তুমি, আমি হাসিমুখে সব

        সহি গো।

আরও পড়ুনঃ

বিচারক bicharak [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে pagol basantodin kotobar otithir beshe [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি bojro jotha borshonere ane ogrosori [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার নীরব করে দাও ebar nirob kore dao [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন