আপিস থেকে ঘরে এসে কবিতা । খাপছাড়া কাব্যগ্রন্থ । Apis Theke Ghore Ese Kobita

আপিস থেকে ঘরে এসে কবিতাটি [Apis Theke Ghore Ese Kobita] রবীন্দ্রনাথ ঠাকুরের খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ। খাপছাড়া গ্রন্থে মূলত ব্যঙ্গ, কৌতুক ও দৈনন্দিন জীবনের ক্ষুদ্র অথচ তীক্ষ্ণ পর্যবেক্ষণ ফুটে উঠেছে। এই কবিতায় অফিস থেকে ফেরার পর গৃহস্থ জীবনের একটি ছোট অথচ মর্মস্পর্শী পরিবর্তনের কথা বলা হয়েছে—যা একদিকে ব্যক্তিগত শূন্যতার অনুভূতি, অন্যদিকে মানবিক সহমর্মিতার প্রতিচ্ছবি তুলে ধরে।

কবিতার মৌলিক তথ্য

  • কবি: রবীন্দ্রনাথ ঠাকুর

  • কাব্যগ্রন্থ: খাপছাড়া

  • কবিতার নাম: আপিস থেকে ঘরে এসে

  • প্রকাশকাল: নির্দিষ্ট সাল উল্লেখ নেই (২০শ শতকের প্রথমার্ধ)

  • বিষয়ভিত্তিক শ্রেণি: ব্যঙ্গাত্মক ও সামাজিক পর্যবেক্ষণমূলক কবিতা

 

 

আপিস থেকে ঘরে এসে – কবিতার পাঠ

আপিস-থেকে ঘরে এসে

   মিলত গরম আহার্য,

আজকে থেকে রইবে না আর

     তাহার জো।

বিধবা সেই পিসি ম’রে

গিয়েছে ঘর খালি করে,

বদ্দি স্বয়ং করেছে তার

     সাহায্য।

আমাদের গুগল নিউজ ফলো করুন
আমাদের গুগল নিউজ ফলো করুন

মন্তব্য করুন