Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

আমাদের রবীন্দ্র সংগীত তালিকা [ Our covered Rabindra Sangeet List ]

রবীন্দ্রনাথ এর গান [ রবীন্দ্র সংগীত, Rabindra Sangeet ]  : আমারা নতুন শিল্পীদের দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গুলো আবার করাচ্ছি। এর মানে এই নয় যে আগের গুলোর চেয়ে ভালো হচ্ছে। অনেক গুনি শিল্পী জন্মেছেন এখানে। তারা রবীন্দ্রনাথের গানের মাইলস্টোন রেখে গেছেন। সেই অর্থে বলতে গেলে তাদের চেয়ে ভালো গান বাজনা করা প্রায় অসম্ভব। তাই বলে সেটি নিয়েই আমাদের পড়ে থাকলে হবে না। শিল্প সাহিত্য নদীর স্রোতের মতো। যত পরিশুদ্ধই তা হোক, থেমে গেলে নষ্ট হয়ে যায়। তাই আমরা চেষ্টা করছি রবীন্দ্রনাথের গানগুলো নতুনদের নিয়ে করে, সেই কাজটিকেই এগিয়ে নিতে।

 

আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় নিয়মিত গান আপলোড করছি। আপলোড করছি কবিতা। আপনারা যুক্ত থাকুন।

আমাদের রবীন্দ্র সংগীত তালিকা [ Our covered Rabindra Sangeet List ] :

আরও দেখুন:

Exit mobile version