Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

আমারে তুমি অশেষ করেছ | গীতাঞ্জলি | রবীন্দ্রনাথ ঠাকুর

“আমারে তুমি অশেষ করেছ” (Amare Tumi Oshesh Korechho) রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত একটি ভক্তিমূলক কবিতা। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে মোট ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে, যার বেশিরভাগেই কবি নিজে সুরারোপ করেছিলেন। এই কাব্যগ্রন্থের কবিতাগুলি ব্রাহ্ম-ভাবাপন্ন ও গভীর আধ্যাত্মিক আবেগে পূর্ণ। “আমারে তুমি অশেষ করেছ” কবিতায় কবি জীবনের প্রতিটি ক্ষণে সৃষ্টিকর্তার অনন্ত লীলা ও দানের কৃতজ্ঞ স্বীকৃতি প্রকাশ করেছেন।

কবিতার মৌলিক তথ্য:

 

 

আমারে তুমি অশেষ করেছ – কবিতার পাঠ:

আমারে তুমি অশেষ করেছ
এমনি লীলা তব |
ফুরায়ে ফেলে আবার ভরেছ
জীবন নব নব |

কত যে গিরি কত যে নদীতীরে
বেড়ালে বহি ছোট এ বাঁশিটিরে,
কত যে তান বাজালে ফিরে ফিরে
কাহারে তাহা কব |

তোমারি এই অমৃতপরশে
আমার হিয়াখানি
হারাল সীমা বিপুল হরষে
উথলি উঠে বাণী |

আমার শুধু একটি মুঠি ভরি
দিতেছ দান দিবস বিভাবরী,
হলনা সারা কত না যুগ ধরি
কেবলি আমি লব |

Exit mobile version