আমারে যদি জাগালে আজি নাথ amare jodi jagale aji nath [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

আমারে যদি জাগালে আজি নাথ

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]

কবিতার শিরনামঃ আমারে যদি-জাগালে আজি নাথ

আমারে যদি জাগালে আজি নাথ amare jodi jagale aji nath [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আমারে যদি জাগালে আজি নাথ amare jodi jagale aji nath [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

আমারে যদি-জাগালে আজি নাথ,

          ফিরো না তবে ফিরো না, করো

              করুণ আঁখিপাত।

                     নিবিড় বন-শাখার ‘পরে

                    আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে,

                    বাদলভরা আলসভরে

                          ঘুমায়ে আছে রাত।

                         ফিরো না তুমি ফিরো না, করো

                           করুণ আঁখিপাত।

          বিরামহীন বিজুলিঘাতে

                নিদ্রাহারা প্রাণ

          বরষা-জলধারার সাথে

              গাহিতে চাহে গান।

          হৃদয় মোর চোখের জলে

          বাহির হল তিমিরতলে,

          আকাশ খোঁজে ব্যাকুল বলে

              বাড়ায়ে দুই হাত।

          ফিরো না তুমি ফিরো না, করো

              করুণ আঁখিপাত।

 

জ্বালো ওগো জ্বালো ওগো সন্ধ্যাদীপ জ্বালো jwalo ogo jwalo ogo sondhyadip jwalo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন