Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

আমার পরান যাহা চায়, প্রেম ২৩৫ | Amar poran jaha chay

e0a686e0a6aee0a6bee0a 10 আমার পরান যাহা চায়, প্রেম ২৩৫ | Amar poran jaha chay

আমার পরান যাহা চায় | Amar poran jaha chay রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রেম পর্বের গান । ১৯১৫টি গান রচনা করেছিলেন। ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।

আমার পরান যাহা চায় | Amar poran jaha chay

রাগ: পিলু | তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো।

তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো॥

তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও–

আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো॥

আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,

দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।

যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস,

তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও, আমি যত দুখ পাই গো॥

 

 

 

আমাদের গুগল নিউজ ফলো করুন

 

 

আরও দেখুন:

Exit mobile version