আমার মন চেয়ে , প্রেম ৩১৯ | Amar mon cheye

আমার মন চেয়ে , প্রেম ৩১৯ | Amar mon cheye  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।\

 

আমার মন চেয়ে , প্রেম ৩১৯ | Amar mon cheye

রাগ: আশাবরী-ভৈরবী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩০

 

আমার মন চেয়ে:

 

আমার মন চেয়ে রয় মনে মনে হেরে মাধুরী।

নয়ন আমার কাঙাল হয়ে মরে না ঘুরি॥

চেয়ে চেয়ে বুকের মাঝে গুঞ্জরিল একতারা যে–

মনোরথের পথে পথে বাজল বাঁশুরি।

রূপের কোলে ওই-যে দোলে অরূপ মাধুরী॥

কূলহারা কোন্‌ রসের সরোবরে মূলহারা ফুল ভাসে জলের ‘পরে।

হাতের ধরা ধরতে গেলে ঢেউ দিয়ে তায় দিই যে ঠেলে–

আপন-মনে স্থির হয়ে রই, করি নে চুরি।

ধরা দেওয়ার ধন সে তো নয়, অরূপ মাধুরী॥

 

 

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়।

মন্তব্য করুন