আমার যেতে সরে , প্রেম ৩৯৫ | Amar jete shore

আমার যেতে সরে , প্রেম ৩৯৫ | Amar jete shore  রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

আমার যেতে সরে , প্রেম ৩৯৫ | Amar jete shore

রাগ: কাফি

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৪৬

আমার যেতে সরে , প্রেম ৩৯৫ | Amar jete shore
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আমার যেতে সরে:

আমার যেতে সরে না মন–

তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে

অতল বিরহে নিমগন॥

চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে,

নিখিল ভুবন পিছে ডাকে অনুক্ষণ॥

আমার মনে কেবলই বাজে

তোমায় কিছু দেওয়া হল না যে।

যবে চলে যাই পদে পদে বাধা পাই,

ফিরে ফিরে আসি অকারণ॥

 

আমার যেতে সরে , প্রেম ৩৯৫ | Amar jete shore
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।

 

আমার যেতে সরে , প্রেম ৩৯৫ | Amar jete shore
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়।

আরও দেখুন :

মন্তব্য করুন