আমি জ্বালব না মোর , পূজা ৩৪৮ | Ami jalabo na mor

আমি জ্বালব না মোর | Ami jalabo na mor রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা।রবীন্দ্রনাথের গদ্যভাষাও কাব্যিক।

আমি জ্বালব না মোর , পূজা ৩৪৮ | Ami jalabo na mor

রাগ: সাহানা | তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1326
রচনাকাল (খৃষ্টাব্দ): 1919
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমি জ্বালব না মোর , পূজা ৩৪৮ | Ami jalabo na mor

আমি জ্বালব না মোর :

আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি,

আমি শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী॥

আমার এ দেহ মন মিলায়ে যাক নিশীথরাতে,

আমার লুকিয়ে-ফোটা এই হৃদয়ের পুষ্পপাতে,

থাক্‌-না ঢাকা মোর বেদনার গন্ধখানি॥

আমার সকল হৃদয় উধাও হবে তারার মাঝে

যেখানে ওই আঁধারবীণায় আলো বাজে।

আমার সকল দিনের পথ খোঁজা এই হল সারা,

এখন দিক্‌-বিদিকের শেষে এসে দিশাহারা

কিসের আশায় বসে আছি অভয় মানি॥

 

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।

 

 

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন।

মন্তব্য করুন