আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব asontoler matir pore lutiye robo [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]

কবিতার শিরনামঃ আসনতলের-মাটির ‘পরে লুটিয়ে রব

আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব asontoler matir pore lutiye robo [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব asontoler matir pore lutiye robo [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

আসনতলের-মাটির ‘পরে লুটিয়ে রব।

তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব।

              কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ,

              চিরজনম এমন করে ভুলিয়ো নাকো,

              অসম্মানে আনো টেনে পায়ে তব।

              তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব।

আমি তোমার যাত্রীদলের রব পিছে,

স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে।

প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে,

আমি কিছুই চাইব না তো রইব চেয়ে;

              সবার শেষে বাকি যা রয় তাহাই লব।

             তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব।

 

বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস bohure ja ek kore bichitrere kore ja soros [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

Amar Rabindranath Logo

এই মোর সাধ যেন এ জীবনমাঝে ei mor sadh jeno e jibonmajhe [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

এই জ্যোৎস্নারাতে জাগে ei jyotsnarate jage [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

একা আমি ফিরব না আর eka ami phirbo na ar [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন