Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

ইয়ারিং ছিল তার দু কানেই কবিতা | earring chhilo tar dukanei kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ইয়ারিং ছিল তার দু কানেই কবিতাটি [ earring chhilo-tar dukanei kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

ইয়ারিং ছিল তার দু কানেই

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ ইয়ারিং ছিল-তার দু কানেই

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ইয়ারিং ছিল তার দু কানেই কবিতা | earring chhilo-tar dukanei kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ইয়ারিং ছিল-তার দু কানেই।

  গেল যবে স্যাকরার দোকানেই

মনে প’ল, গয়না তো চাওয়া যায়,

আরেকটা কান কোথা পাওয়া যায়–

সে কথাটা নোটবুকে টোকা নেই!

মাসি বলে, “তোর মত বোকা নেই।’

Rabindranath Tagore

আরও দেখুনঃ 

Exit mobile version