Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

উজ্জ্বলে ভয় তার কবিতা | খাপছাড়া কাব্যগ্রন্থ | Ujjwole Bhoy Tar Kobita

রবীন্দ্রনাথ ঠাকুরের খাপছাড়া কাব্যগ্রন্থের “উজ্জ্বলে ভয় তার” কবিতাটি ভয়ের মনস্তত্ত্ব ও মানুষের অন্তর্লীন অস্থিরতার এক ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরে। এখানে কবি সূক্ষ্ম রসবোধের মাধ্যমে দেখিয়েছেন—ভয় যেন মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিক ও পরিবেশকে ঘিরে থাকে। আলোর মধ্যে যেমন ভয়, তেমনি আঁধারেও; পরিচিত পরিবেশেও যেমন ভয়, অপরিচিত ক্ষেত্রেও তাই। সংক্ষিপ্ত কিন্তু ধারালো ছন্দের মাধ্যমে এই কবিতা ভয়ের সর্বব্যাপী উপস্থিতিকে ফুটিয়ে তোলে।

কবিতার মৌলিক তথ্য

 

 

উজ্জ্বলে ভয় তার – কবিতার পাঠ

উজ্জ্বলে-ভয় তার,

       ভয় মিট্‌মিটেতে,

ঝালে তার যত ভয়

       তত ভয় মিঠেতে।

ভয় তার পশ্চিমে,

       ভয় তার পূর্বে,

যে দিকে তাকায় ভয়

       সাথে সাথে ঘুরবে।

ভয় তার আপনার

       বাড়িটার ইঁটেতে,

ভয় তার অকারণে

       অপরের ভিটেতে।

ভয় তার বাহিরেতে,

       ভয় তার অন্তরে,

ভয় তার ভূত-প্রেতে,

       ভয় তার মন্তরে।

দিনের আলোতে ভয়

       সামনের দিঠেতে,

রাতের আঁধারে ভয়

       আপনারি পিঠেতে।

 

Exit mobile version