এই জ্যোৎস্নারাতে জাগে ei jyotsnarate jage [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

এই জ্যোৎস্নারাতে জাগে

রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]

কবিতার শিরনামঃ এই জ্যোৎস্নারাতে-জাগে

এই জ্যোৎস্নারাতে জাগে ei jyotsnarate jage [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

এই জ্যোৎস্নারাতে জাগে ei jyotsnarate jage [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর

 এই জ্যোৎস্নারাতে-জাগে আমার প্রাণ;

                    পাশে তোমার হবে কি আজ স্থান।

       দেখতে পাব অপূর্ব সেই মুখ,

       রইবে চেয়ে হৃদয় উৎসুক,

       বারে বারে চরণ ঘিরে ঘিরে

                    ফিরবে আমার অশ্রুভরা গান?

সৃষ্টি-রহস্য srishtirohosyo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

                    সাহস করে তোমার পদমূলে

                   আপনারে আজ ধরি নাই যে তুলে,

                   পড়ে আছি মাটিতে মুখ রেখে,

                           ফিরিয়ে পাছে দাও হে আমার দান।

       আপনি যদি আমার হাতে ধরে

       কাছে এসে উঠতে বল মোরে,

       তবে প্রাণের অসীম দরিদ্রতা

                এই নিমেষেই হবে অবসান।

আরও দেখুনঃ

বিচারক bicharak [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন