একটুকু ছোঁওয়া লাগে || রবীন্দ্র সঙ্গীত

একটুকু ছোঁওয়া লাগে – রবীন্দ্র সঙ্গীতটি রাগ কালাংড়ার উপরে তৈরি। এই গানের তাল দাদরা। এই গানটি রবীন্দ্রনাথের “প্রকৃতি” শ্রেণীর একটি গান। গানটির রচনাকাল (বঙ্গাব্দ): ২ ফাল্গুন, ১৩৩৪, রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ ফেব্রুয়ারি, ১৯২৮, রচনাস্থান: শান্তিনিকেতন। গানটির স্বরলিপি করেছেন দিনেন্দ্রনাথ ঠাকুর।

 

একটুকু ছোঁওয়া লাগে

 

একটুকু ছোঁওয়া লাগে

 

একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি–
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।
কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা,
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি॥
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে।
যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে,
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি॥

 

“একটুকু ছোঁওয়া লাগে” কভার ঃ

 

 

 

AmarRabindranath.com Logo 252x68 px Dark একটুকু ছোঁওয়া লাগে || রবীন্দ্র সঙ্গীত

 

আরও দেখুন:

মন্তব্য করুন