এপ্রিলের ফুল কবিতাটি [ epriler-phul kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রহাসিনী কাব্যগ্রন্থের অংশ।
এপ্রিলের ফুল
কাব্যগ্রন্থের নামঃ প্রহাসিনী
কবিতার নামঃ এপ্রিলের ফুল

এপ্রিলের ফুল কবিতা | epriler phul kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
বসন্তের ফুল তোরই
সুধাস্পর্শে লেপা
আমারে করিল আজি
এপ্রিলের ক্ষেপা।
পাকা চুল কেঁচে গেল,
বুদ্ধি গেল ফেঁসে–
যে দেখে আমার দশা
সেই যায় হেসে।
বিনা বাক্যে ঘটাইলি
এমন প্রমাদ,
তারি সঙ্গে আছে আরো
বচনের ফাঁদ।

আমি যে মেনেছি হার
নিজেরেই ছলি,
অবোধ সেজেছি কেন
কারণটা বলি।
বিপাকের সেতু একা
নহে তরিবার–
পাশে এসে ধরো হাত,
জোড়ে হব পার।
আরও দেখুনঃ