Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

ওগো আমার হৃদয়বাসী । গীতালি । রবীন্দ্রনাথ ঠাকুর । Ogo Amar Hridoybasi

গীতালি (১৯১৪) কাব্যগ্রন্থের একটি প্রেম-অনুভূতিপূর্ণ কবিতা। এখানে কবি হৃদয়ের অন্তরঙ্গ বাসিন্দাকে উদ্দেশ্য করে প্রশ্ন করছেন—আজ কেন তার হাসি নেই, কেন প্রাণের বাঁশি বাজছে না। কবিতাটি প্রতীক্ষা, অভিমান এবং মমতার আবহে পূর্ণ।

কবিতার মৌলিক তথ্য

 

ওগো আমার হৃদয়বাসী – কবিতার পাঠ

ও গো আমার হৃদয়বাসী,
আজ কেন নাই তোমার হাসি।

সন্ধ্যা হল কালো মেঘে,
চাঁদের চোখে আঁধার লেগে–
বাজল না আজ প্রাণের বাঁশি।

রেখেছি এই প্রদীপ মেজে,
জ্বালিয়ে দিলেই জ্বলবে সে যে।
একটুকু মন দিলেই তবে
তোমার মালা গাঁথা হবে,
তোলা আছে ফুলের রাশি।

ভাবার্থ

কবি তাঁর হৃদয়ের প্রিয়জনকে উদ্দেশ্য করে এক ধরনের অভিমান প্রকাশ করছেন। সন্ধ্যার আকাশে কালো মেঘ জমেছে, চাঁদের চোখে আঁধার নেমেছে—যেন পরিবেশও বিষণ্ণ। এই অন্ধকারে প্রাণের বাঁশি বাজছে না। কবি প্রতীক্ষায় আছেন, প্রদীপ মেজে রেখেছেন, ফুল সংগ্রহ করেছেন, শুধু প্রিয়জনের সামান্য সাড়া পেলেই সবকিছু আলোকিত হয়ে উঠবে।

শব্দার্থ

Exit mobile version