ওগো সুন্দর একদা , পূজা ৫৩৪ | Ogo shundor ekda

ওগো সুন্দর একদা , পূজা ৫৩৪ | Ogo shundor ekda  রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

ওগো সুন্দর একদা , পূজা ৫৩৪ | Ogo shundor ekda
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ওগো সুন্দর একদা , পূজা ৫৩৪ | Ogo shundor ekda

রাগ: দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ আশ্বিন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ অক্টোবর, ১৯২৬

 

ওগো সুন্দর একদা , পূজা ৫৩৪ | Ogo shundor ekda
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ওগো সুন্দর একদা:

ওগো সুন্দর, একদা কী জানি কোন্‌ পুণ্যের ফলে

আমি বনফুল তোমার মালায় ছিলাম তোমার গলে ॥

তখন প্রভাতে প্রথম তরুণ আলো

ঘুম-ভাঙা চোখে ধরার লেগেছে ভালো,

বিভাসে ললিতে নবীনের বীণা বেজেছে জলে স্থলে ॥

আজি এ ক্লান্ত দিবসের অবসানে

লুপ্ত আলোয়, পাখির সুপ্ত গানে,

শ্রান্তি-আবেশে যদি অবশেষে ঝরে ফুল ধরাতলে–

সন্ধ্যাবাতাসে অন্ধকারের পারে

পিছে পিছে তব উড়ায়ে চলুক তারে,

ধুলায় ধুলায় দীর্ণ জীর্ণ না হোক সে পলে পলে ॥

 

আমাদের গুগল নিউজ ফলো করুন
আমাদের গুগল নিউজ ফলো করুন

 

রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়। এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত।

আরও দেখুন :

মন্তব্য করুন