ও দেখা দিয়ে , প্রেম ২৯৫ | O dekha diye

ও দেখা দিয়ে , প্রেম ২৯৫ | O dekha diye রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।

 

ও দেখা দিয়ে , প্রেম ২৯৫ | O dekha diye

রাগ: বাউল

তাল: অর্ধঝাঁপ

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৪

 

ও দেখা দিয়ে , প্রেম ২৯৫ | O dekha diye
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ও দেখা দিয়ে:

 

ও দেখা দিয়ে যে চলে গেল ও চুপিচুপি কী বলে গেল।

যেতে যেতে গো, কাননেতে গো ও কত যে ফুলে দ’লে গেল॥

মনে মনে কী ভাবে কে জানে, মেতে আছে ও যেন কী গানে,

নয়ন হানে আকাশ-পানে– চাঁদের হিয়া গ’লে গেল॥

ও পায়ে পায়ে যে বাজায়ে চলে বীণার ধ্বনি তৃণের দলে।

কে জানে কারে ভালো কি বাসে, বুঝিতে নারি কাঁদে কি হাসে,

জানি নে ও কি ফিরিয়া আসে– জানি নে ও কি ছ’লে গেল॥

 

ও দেখা দিয়ে , প্রেম ২৯৫ | O dekha diye
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়। এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত।

 

ও দেখা দিয়ে , প্রেম ২৯৫ | O dekha diye
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

মন্তব্য করুন