ও নিঠুর পূজা ২১৭ | O nithur

ও নিঠুর পূজা ২১৭ | O nithur রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।রবীন্দ্রনাথ তার বহু কবিতাকে গানে রূপান্তরিত করেছিলেন।

ও নিঠুর , পূজা ২১৭ | O nithur
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ও নিঠুর পূজা ২১৭ | O nithur

রাগ: বাউল

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অগাস্ট, ১৯১৪

 

ও নিঠুর , পূজা ২১৭ | O nithur
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ও নিঠুর:

 

ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে?

তুমি মর্মে আমায় মারবে হিয়ার কাছে ॥

আমি পালিয়ে থাকি, মুদি আঁখি, আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো–

কোথাও কিছু আঘাত লাগে পাছে ॥

আমি মারকে তোমার ভয় করেছি ব’লে

তাই তো এমন হৃদয় ওঠে জ্বলে।

যে দিন সে ভয় ঘুচে যাবে সে দিন তোমার বাণ ফুরাবে গো–

মরণকে প্রাণ বরণ করে বাঁচে ॥

 

 

ও নিঠুর , পূজা ২১৭ | O nithurv
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন।

আরও দেখুন:

মন্তব্য করুন