Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

কড়ি ও কোমল কাব্যগ্রন্থ [ Kori o komol kabbogrontho ] -রবীন্দ্রনাথ ঠাকুর

কড়ি ও কোমল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উল্লেখযোগ্য বাংলা কাব্যগ্রন্থ, যা ১৮৮৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। এটি কবির কাব্য রচনার “উন্মেষ পর্ব” (১৮৮২–১৮৮৬)-এর অন্তর্গত একটি নিদর্শন। কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন তাঁর বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরকে। এ গ্রন্থে মর্ত্য জীবনের রূপ, প্রকৃতি ও বাহ্য জগৎ, মানবপ্রেম এবং মৃত্যু রহস্য নিয়ে গভীর অনুভবের প্রকাশ ঘটেছে। পাশাপাশি এতে কবির তারুণ্যের উচ্ছলতা ও কাব্যিক সংবেদনশীলতার প্রকাশও লক্ষ্য করা যায়। ‘কড়ি ও কোমল’ বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথের প্রতিভার একটি প্রারম্ভিক অথচ মৌলিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

কড়ি ও কোমল কাব্যগ্রন্থের কবিতাগুলোর তালিকা:

Exit mobile version