Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

কণিকা কাব্যগ্রন্থ (১৮৯৯) – রবীন্দ্রনাথ ঠাকুর [ Konika Kabyagrantha – Rabindranath Tagore ]

কণিকা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি অন্যতম বাংলা কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটি ১৮৯৯ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “অন্তবর্তী পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি। “কণিকা” কাব্যে রবীন্দ্রনাথের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে। এই গ্রন্থের অধিকাংশ কবিতাই নীতিশিক্ষামূলক। এতে সংস্কৃত কাব্য সুভাষিতাবলীর প্রভাব রয়েছে। এই গ্রন্থের অধিকাংশ কবিতাই নীতিশিক্ষামূলক। এতে সংস্কৃত কাব্য সুভাষিতাবলীর প্রভাব রয়েছে।

 

পর্যায় : ঐশ্বর্য (১৮৯০ – ১৯০০)

কাব্যগ্রন্থের শিরনামঃ কণিকা

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

কণিকা কাব্যগ্রন্থ (১৮৯৯) এর কবিতা:

 

 

 

আরও দেখুন:

Exit mobile version