কত অজানারে জানাইলে তুমি , পূজা ৩৬৬ | Koto ojanare janaile tumi

কত অজানারে জানাইলে তুমি , পূজা ৩৬৬ | Koto ojanare janaile tumi   রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা।

কত অজানারে জানাইলে তুমি , পূজা ৩৬৬ | Koto ojanare janaile tumi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

কত অজানারে জানাইলে তুমি , পূজা ৩৬৬ | Koto ojanare janaile tumi

রাগ: হাম্বীর

তাল: রূপকড়া

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩১৩

 

কত অজানারে জানাইলে তুমি , পূজা ৩৬৬ | Koto ojanare janaile tumi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

কত অজানারে জানাইলে তুমি:

কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই–

দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই॥

পুরানো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কী জানি কী হবে,

নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই॥

জীবনে মরণে নিখিল ভুবনে যখনি যেখানে লবে

চিরজনমের পরিচিত ওহে তুমিই চিনাবে সবে।

তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর–

সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই॥

 

 

আমাদের গুগল নিউজ ফলো করুন
আমাদের গুগল নিউজ ফলো করুন

 

১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন।

আরও দেখুন :

মন্তব্য করুন