Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

কনের পণের আশে কবিতা | খাপছাড়া কাব্যগ্রন্থ | Koner Poner Ashe Kobita

রবীন্দ্রনাথ ঠাকুরের খাপছাড়া কাব্যগ্রন্থের “কনের পণের আশে” একটি সংক্ষিপ্ত কৌতুক-ব্যঙ্গধর্মী কবিতা, যেখানে সামাজিক প্রথা, ব্যক্তিগত লোভ ও ভাগ্যের নির্মম পরিহাসকে রসাত্মকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কনের পণের প্রত্যাশায় চাকরি ত্যাগ করা এক বরপ্রার্থী, সাজগোজের প্রস্তুতির মধ্যেই ভাগ্যের চরম খেলায় পড়ে যায়—যা শেষ পর্যন্ত তার রূপ-সজ্জা ও বরবেশ উভয়কেই ম্লান করে দেয়। কবিতাটি ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে মানবজীবনের অপ্রত্যাশিত ঘটনার প্রতি কবির সূক্ষ্ম দৃষ্টি এবং ব্যঙ্গাত্মক রসবোধ।

কবিতার মৌলিক তথ্য

 

 

কনের পণের আশে – কবিতার পাঠ

কনের-পণের আশে

   চাকরি সে ত্যেজেছে।

বারবার আয়নাতে

   মুখখানি মেজেছে।

হেনকালে বিনা কোনো কসুরে

যম এসে ঘা দিয়েছে শ্বশুরে,

     কনেও বাঁকালো মুখ–

       বুকে তাই বেজেছে।

          বরবেশ ছেড়ে হীরু

            দরবেশ সেজেছে।

 

Exit mobile version