Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

কবির অহংকার kobr ohongkar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

কবির অহংকার

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ কবির-অহংকার

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

কবির অহংকার kobr ohongkar [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

গান গাহি বলে কেন অহংকার করা।

শুধু গাহি বলে কেন কাঁদি না শরমে।

খাঁচার পাখির মতো গান গেয়ে মরা,

এই কি মা আদি অন্ত মানবজনমে।

সুখ নাই, সুখ নাই, শুধু মর্মব্যথা–

মরীচিকা-পানে শুধু মরি পিপাসায়।

কে দেখালে প্রলোভন, শূন্য অমরতা,

প্রাণে ম’রে গানে কি রে বেঁচে থাকা যায়।

কে আছ মলিন হেথা, কে আছ দুর্বল,

মোরে তোমাদের মাঝে করো গো আহ্বান;

বারেক একত্রে বসে ফেলি অশ্রুজল–

দূর করি হীন গর্ব, শূন্য অভিমান।

তার পরে একসাথে এস কাজ করি,

কেবলি বিলাপগান দূরে পরিহরি॥

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version