Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

কেন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর [ Keno Kobita by Rabindranath Tagore ]

কেন কবিতাটি কড়ি ও কোমল কাব্যগ্রন্থের অংশ। কড়ি ও কোমল কাব্যগ্রন্থটি ১২৯৩ বঙ্গাব্দতে, ৫৫ নং অপর চিৎপুর রোডে, আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে, শ্রীকালিদাস চক্রবর্ত্তী দ্বারা মুদ্রিত ও প্রকাশিত হয়।

কেন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ কে’ন

 

 

কেন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

কে’ন গো এমন স্বরে বাজে তব বাঁশি,

মধুর সুন্দর রূপে কেঁদে ওঠে হিয়া,

রাঙা অধরের কোণে হেরি মধুহাসি

পুলকে যৌবন কে’ন উঠে বিকশিয়া।

কে’ন তনু বাহুডোরে ধরা দিতে চায়,

ধায় প্রাণ দুটি কালো​​ আঁখির উদ্দেশে,

হায় যদি এত লজ্জা কথায় কথায়,

হায় যদি এত শ্রান্তি নিমেষে নিমেষে।

কে’ন কাছে ডাকে যদি মাঝে অন্তরাল,

কে’ন রে কাঁদায় প্রাণ  যদি ছায়া,

আজ হাতে তুলে নিয়ে ফেলে দিবে কাল–

এরি তরে এত তৃষ্ঞা,​​ এ কাহার মায়া।

মানবহৃদয় নিয়ে এত অবহেলা,

খেলা যদি,​​ কে’ন হেন মর্মভেদী খেলা॥

 

 

আমাদের গুগল নিউজ ফলো করুন

 

আরও দেখুনঃ

Exit mobile version