Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

কে বলে সব ফেলে কবিতা । গীতাঞ্জলি । রবীন্দ্রনাথ ঠাকুর । Ke Bole Sob Fel

“কে বলে সব ফেলে” রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি (১৯১০) কাব্যগ্রন্থের একটি দার্শনিক কবিতা। কবিতাটিতে কবি মৃত্যুকে ভয় নয়, বরং এক উৎসবমুখর যাত্রা হিসেবে দেখিয়েছেন। তিনি মনে করিয়ে দেন, জীবনে যা অর্জন করেছি তা আমাদের সঙ্গেই থাকবে, এমনকি মৃত্যুর পরও। তাই জীবনকে অর্থপূর্ণভাবে সাজিয়ে, অহেতুক বোঝা ফেলে দিয়ে, হাসিমুখে মৃত্যুর পথে এগোনোর বার্তা দিয়েছেন।

কবিতার মৌলিক তথ্য

 

কে বলে সব ফেলে – কবিতার পাঠ

কে বলে-সব ফেলে যাবি

             মরণ হাতে ধরবে যবে।

জীবনে তুই যা নিয়েছিস

             মরণে সব নিতে হবে।

  এই ভরা ভাণ্ডারে এসে

  শূন্য কি তুই যাবি শেষে।

  নেবার মতো যা আছে তোর

             ভালো করে নেই তুই তবে।

আবর্জনার অনেক বোঝা

             জমিয়েছিস যে নিরবধি,

বেঁচে যাবি, যাবার বেলা

             ক্ষয় করে সব যাস রে যদি।

  এসেছি এই পৃথিবীতে,

  হেথায় হবে সেজে নিতে,

  রাজার বেশে চল্‌ রে হেসে

             মৃত্যুপারের সে উৎসবে।

ভাবার্থ

কবি এখানে জীবনের উদ্দেশ্য ও মৃত্যুর প্রস্তুতি নিয়ে গভীর দার্শনিক ভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, মৃত্যুর সময় কিছুই ফেলে যাওয়া হয় না—জীবনে অর্জিত অভিজ্ঞতা, জ্ঞান, ভালোবাসা আমাদের সঙ্গেই থাকে। তবে অপ্রয়োজনীয় বোঝা বা দুঃখ জমিয়ে রাখা অর্থহীন। তাই জীবনকে সুন্দরভাবে সাজিয়ে, অহেতুক ভার ঝেড়ে ফেলে, আনন্দচিত্তে মৃত্যুর অপর প্রান্তের ‘উৎসবে’ যোগ দেওয়াই প্রকৃত প্রস্তুতি।

শব্দার্থ

Exit mobile version