Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

গব্বুরাজার পাতে কবিতা | খাপছাড়া কাব্যগ্রন্থ | Gobburajar Pate Kobita

রবীন্দ্রনাথ ঠাকুরের খাপছাড়া কাব্যগ্রন্থের অন্তর্গত “গব্বুরাজার পাতে” একটি কৌতুক-ব্যঙ্গাত্মক কবিতা। তুচ্ছ এক ঘটনার মধ্য দিয়ে কবি রাজসভা, অহংকার, এবং সামাজিক আড়ম্বরের হাস্যকর দিককে ফুটিয়ে তুলেছেন। তীক্ষ্ণ রসবোধ, শব্দের ছন্দময় বিন্যাস এবং তির্যক মন্তব্য কবিতাটিকে এক অনন্য ব্যঙ্গরসাত্মক রূপ দিয়েছে।

কবিতার মৌলিক তথ্য

 

গব্বুরাজার পাতে কবিতা  – রবীন্দ্রনাথ ঠাকুর

গব্বুরাজার-পাতে

ছাগলের কোর্‌মাতে

     যবে দেখা গেল তেলা-

         পোকাটা

রাজা গেল মহা চ’টে,

চীৎকার করে ওঠে,–

     “খানসামা কোথাকার

         বোকাটা।’

মন্ত্রী জুড়িয়া পাণি

কহে, “সবই এক প্রাণী।’

     রাজার ঘুচিয়া গেল

         ধোঁকাটা।

জীবের শিবের প্রেমে

একদম গেল থেমে

     মেঝে তার তলোয়ার

         ঠোকাটা।

 

Exit mobile version