গান গাওয়ালে আমায় তুমি [Gan Gaowale Amay Tumi] কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি (১৯১০) কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় কবি জীবনের আনন্দ-বেদনার মিশ্র অভিজ্ঞতাকে ঈশ্বরপ্রদত্ত সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করেছেন। গানের ছলে কবিকে কখনো সুখের খেলায়, আবার কখনো ব্যথার স্পর্শে পূর্ণ করে তোলেন ঈশ্বর, আর এই চিরন্তন লীলাকে কবি প্রেম ও শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছেন।
কবিতার মৌলিক তথ্য
কবি: রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ: গীতাঞ্জলি
কবিতার নাম: গান গাওয়ালে আমায় তুমি
প্রকাশকাল: ১৯১০
বিষয়ভিত্তিক শ্রেণি: ভক্তি, সঙ্গীত, ঈশ্বরানুসন্ধান, জীবনদর্শন
গান গাওয়ালে আমায় তুমি – কবিতার পাঠ
গান গাওয়ালে-আমায় তুমি
কতই ছলে যে,
কত সুখের খেলায়, কত
নয়নজলে হে।
ধরা দিয়ে দাও না ধরা,
এস কাছে, পালাও ত্বরা,
পরান কর ব্যথায় ভরা
পলে পলে হে।
গান গাওয়ালে এমনি করে
কতই ছলে যে।
কত তীব্র তারে, তোমার
বীণা সাজাও যে,
শত ছিদ্র করে জীবন
বাঁশি বাজাও হে।
তব সুরের লীলাতে মোর
জনম যদি হয়েছে ভোর,
চুপ করিয়ে রাখো এবার
চরণতলে হে,
গান গাওয়ালে চিরজীবন
কতই ছলে যে।