ঘাটে বসে আছি , পূজা ১৭৪ | Ghate boshe achi

ঘাটে বসে আছি , পূজা ১৭৪ | Ghate boshe achi রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।

 

ঘাটে বসে আছি , পূজা ১৭৪ | Ghate boshe achi

রাগ: গৌরী-পূরবী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩০৭

 

ঘাটে বসে আছি:

ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়–

সে বাতাসে তরী ভাসাব না যাহা তোমা-পানে নাহি বয় ॥

দিন যায় ওগো দিন যায়, দিনমণি যায় অস্তে–

নিশার তিমিরে দশ দিক ঘিরে জাগিয়া উঠিছে শত ভয় ॥

ঘরের ঠিকানা হল না গো, মন করে তবু যাই-যাই–

ধ্রুবতারা তুমি যেথা জাগ সে দিকের পথ চিনি নাই।

এত দিন তরী বাহিলাম যে সুদূর পথ বাহিয়া–

শত বার তরী ডুবুডুবু করি সে পথে ভরসা নাহি পাই ॥

তীর-সাথে হেরো শত ডোরে বাঁধা আছে মোর তরীখান–

রশি খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।

কবে অকূলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে,

শুনা যাবে কবে ঘনঘোর রবে মহাসাগরের কলগান ॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।

মন্তব্য করুন