চৈত্র-রজনী choitrorojoni [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]
কবিতার শিরোনামঃ চৈত্ররজনী
![চৈত্ররজনী choitrorojoni [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 চৈত্ররজনী choitrorojoni [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-with-Mahatma-Gandhi-300x225.jpg)
চৈত্ররজনী choitrorojoni [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
আজি উন্মাদ মধুনিশি ওগো
চৈত্রনিশীথশশী!
তুমি এ বিপুল ধরণীর পানে
কী দেখিছ একা বসি
চৈত্রনিথীথশশী!
![চৈত্ররজনী choitrorojoni [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 চৈত্ররজনী choitrorojoni [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-with-Students-300x226.jpg)
কত নদীতীরে, কত মন্দিরে,
কত বাতায়নতলে,
কত কানাকানি, মন- জানাজানি,
সাধাসাধি কত ছলে!
শাখাপ্রশাখার, দ্বার-জানালার
আড়ালে আড়ালে পশি
কত সুখদুখ কত কৌতুক
দেখিতেছ একা বসি
চৈত্রনিশীথশশী।
![চৈত্ররজনী choitrorojoni [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 4 চৈত্ররজনী choitrorojoni [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-55-e1649231492575-223x300.jpg)
মোরে দেখো চাহি, কেহ কোথা নাহি,
শূন্য ভবন-ছাদে
নৈশ পবন কাঁদে।
তোমারি মতন একাকী আপনি
চাহিয়া রয়েছি বসি
চৈত্রনিশীথশশী!
আরও পড়ুনঃ
সমস্যাপূরণ somosyapuron [ ছোটগল্প, গল্পগুচ্ছ ] রবীন্দ্রনাথ ঠাকুর