জানি নাই গো , পূজা ২৯১ | Jani nai go

জানি নাই গো , পূজা ২৯১ | Jani nai go  রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।

 

জানি নাই গো , পূজা ২৯১ | Jani nai go

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ মার্চ, ১৯১৪

 

জানি নাই গো:

 

জানি নাই গো সাধন তোমার বলে কারে।

আমি ধুলায় বসে খেলেছি এই

তোমার দ্বারে ॥

অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে,

ভয় করি নি তোমায় আমি অন্ধকারে ॥

তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে,

“পথ দিয়ে তুই আসিস নি যে, ফিরে যা রে।’

ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে,

ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে ॥

 

 

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।

 

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।

মন্তব্য করুন