Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

তত্ত্ব ও সৌন্দর্য কবিতা । totwo o soundorjo kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

তত্ত্ব ও সৌন্দর্য কবিতাটি [ jayee kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ তত্ত্বওসৌন্দর্য

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

তত্ত্ব ও সৌন্দর্য কবিতা । totwo o soundorjo kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

শুনিয়াছি নিম্নে তব, হে বিশ্বপাথার,

নাহি অন্ত মহামূল্য মণিমুকুতার।

নিশিদিন দেশে দেশে পন্ডিত ডুবারি

রত রহিয়াছে কত অন্বেষণে তারি।

তাহে মোর নাহি লোভ মহাপারাবার!

যে আলোক জ্বলিতেছে উপরে তোমার,

যে রহস্য দুলিতেছে তব বক্ষতলে,

যে মহিমা প্রসারিত তব নীল জলে,

যে সংগীত উঠে তব নিয়ত আঘাতে,

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

যে বিচিত্র লীলা তব মহানৃত্যে মাতে,

এ জগতে কভু তার অন্ত যদি জানি,

চিরদিনে কভু তাহে শ্রান্তি যদি মানি,

তোমার অতলমাঝে ডুবিব তখন

যেথায় রতন আছে অথবা মরণ।

আরও দেখুনঃ

জয়ী কবিতা | jayee kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বাদলসন্ধ্যা কবিতা | badolsondhya kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

নুটু কবিতা | nutu kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

প্রতীক্ষা কবিতা | protikkhka kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

অভ্যুদয় কবিতা | obhyuday kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version