তুমি কোন্ ভাঙনের , প্রেম ২২১ | Tumi kon vangoner

তুমি কোন্ ভাঙনের , প্রেম ২২১ | Tumi kon vangoner  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

 

তুমি কোন্ ভাঙনের , প্রেম ২২১ | Tumi kon vangoner

রাগ: কাফি-কানাড়া

তাল: ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ আষাঢ়, ১৩৪৬

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ জুলাই, ১৯৩৯

 

তুমি কোন্ ভাঙনের , প্রেম ২২১ | Tumi kon vangoner
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

তুমি কোন্ ভাঙনের:

 

তুমি কোন্‌ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।

আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে॥

আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে,

বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে॥

তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে–

ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-‘পরে।

নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান–

ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে॥

 

তুমি কোন্ ভাঙনের , প্রেম ২২১ | Tumi kon vangoner
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন।

 

তুমি কোন্ ভাঙনের , প্রেম ২২১ | Tumi kon vangoner
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

মন্তব্য করুন