তোমরা যা বলো তাই বলো | Tomra Ja Bolo Tai Bolo

তোমরা যা বলো তাই বলো

রাগ: বেহাগ-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯২১

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

 

তোমরা যা বলো তাই বলো | Tomra Ja Bolo Tai Bolo - রবীন্দ্রনাথ ঠাকুর

 

তোমরা যা বলো তাই বলো

 

তোমরা যা বলো   তাই বলো
তোমরা যা বলো  –  তাই বলো
আমার লাগে না মনে,
যা বলো তাই বলো
আমার যায় বেলা, বয়ে যায় বেলা
আমার যায় বেলা, বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে,
তোমরা যা বলো  –  তাই বলো
তোমরা যা বলো   – তাই বলো।।

এই পাগল হাওয়া, কী গান গাওয়া
পাগল হাওয়া, কী গান গাওয়া,
ছড়িয়ে দিয়ে গেল, আজি সুনীল গগনে,
তোমরা যা বলো  –  তাই বলো
তোমরা যা বলো  –  তাই বলো।

 

রবীন্দ্রনাথ ঠাকুর

 

 

 

কবিগুরু রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীত:

কবিগুরু রবীন্দ্রনাথের লেখা ১৯শ’ ১৫টি গানকে প্রাথমিকভাবে বিশ্লেষণ করলে যে চিত্রটি এসে উপস্থিত হয় তাকে সাজালে আমরা বিভিন্নমুখী গান ও সুর মূর্ছনার সন্ধান পাই। এগুলোকে পূজা, প্রেম, প্রকৃতি, দেশাত্তবোধ, অনুষ্ঠান প্রভৃতি বিভিন্ন বিষয়ে বিভাজিত করা যায়।

এখানে, পূজা পর্বের গান ৬২৯টি, স্বদেশ পর্বের ৪৬টি, প্রেম পর্বের ২৪৮টি, প্রকৃতি নিয়ে ২৮৩টি, বিচিত্র বিষয়ে ১৪০টি, অনুষ্ঠান সম্পর্কিত ২১টি, ভালুসিংহ ঠাকুরের পদাবলী বিশ্লেষণে কমবেশি ২০টি, নাট্যগীত ১৩২টি, জাতীয় সঙ্গীতরূপী ১৬টি, পূজা ও প্রার্থনা বিষয়ক ৮৩টি, প্রেম ও প্রকৃতি বিষয়ক ১০১টি গান পাওয়া যায়।

AmarRabindranath.com Logo 252x68 px Dark তোমরা যা বলো তাই বলো | Tomra Ja Bolo Tai Bolo

 

আরও দেখুন:

মন্তব্য করুন