তোমার প্রেমে , পূজা ৮৯ | Tomar preme রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।
তোমার প্রেমে , পূজা ৮৯ | Tomar preme
রাগ: বৃন্দাবনী সারং
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১ মাঘ, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৫ জানুয়ারি, ১৯২৮
![৮৯ [ তোমার প্রেমে | পূজা | Tomar preme ] 2 তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক'রে পায় সে আপনারে](https://amarrabindranath.com/wp-content/uploads/2024/03/তোমার-প্রেমে-1024x536.png)
তোমার প্রেমে:
তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক’রে পায় সে আপনারে ॥
দুঃখে শোকে নিন্দা-পরিবাদে
চিত্ত তার ডোবে না অবসাদে,
টুটে না বল সংসারের ভারে ॥
পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিন তার কাজে।
নিজেরে সে যে তোমারি মাঝে দেখে,
জীবন তার বাধায় নাহি ঠেকে,
দৃষ্টি তার আঁধার-পরপারে ॥
![৮৯ [ তোমার প্রেমে | পূজা | Tomar preme ] 3 AmarRabindranath.com Logo 252x68 px White ৮৯ [ তোমার প্রেমে | পূজা | Tomar preme ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/08/AmarRabindranath.com-Logo-252x68-px-White.png)
![৮৯ [ তোমার প্রেমে | পূজা | Tomar preme ] 1 তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক'রে পায় সে আপনারে](https://amarrabindranath.com/wp-content/uploads/2024/03/তোমার-প্রেমে.png)