তোমার বীণায় কত তার আছে tomaar beenaay kato taar aachhe [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার বীণায় কত তার আছে tomaar beenaay kato taar aachhe [ কবি-তা ]

রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]

কবি-তার শিরোনামঃ তোমার বীণায় কত তার আছে

তোমার বীণায় কত তার আছে tomaar beenaay kato taar aachhe [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবী-ন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

তোমার বীণায় কত তার আছে tomaar beenaay kato taar aachhe [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার বীণা-য় কত তার আছে

      কত-না সুরে,

তোমার বীণায় কত তার আছে tomaar beenaay kato taar aachhe [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবী-ন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আমি তার সাথে আমার তারটি

      দিব গো জুড়ে।

তার পর হতে প্রভাতে সাঁঝে

তব বিচিত্র রাগিণীমাঝে

আমারো হৃদয় রণিয়া রণিয়া

      বাজিবে তবে।

তোমার সুরেতে আমার পরান

      জড়ায়ে রবে।

তোমার বীণায় কত তার আছে tomaar beenaay kato taar aachhe [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবী-ন্দ্রনাথ ঠাকুর

তোমার তারায় মোর আশাদীপ

     রাখিব জ্বালি।

তোমার কুসুমে আমার বাসনা

     দিব গো ঢালি।

তার পর হতে নিশীথে প্রাতে

তব বিচিত্র শোভার সাথে

আমারো হৃদয় জ্বলিবে ফুটিবে,

     দুলিবে সুখে–

মোর পরানের ছায়াটি পড়িবে

     তোমার মুখে।

তোমার বীণায় কত তার আছে tomaar beenaay kato taar aachhe [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবী-ন্দ্রনাথ ঠাকুর
আরও পড়ুনঃ

Amar Rabindranath Logo

মন্তব্য করুন