তোমায় চেয়ে আছি , পূজা ৫৩১ | Tomay cheye achi

তোমায় চেয়ে আছি , পূজা ৫৩১ | Tomay cheye achi  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ)ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।

 

তোমায় চেয়ে আছি , পূজা ৫৩১ | Tomay cheye achi

রাগ: ভৈরবী

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩৩১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ মার্চ, ১৯২৫

 

তোমায় চেয়ে আছি , পূজা ৫৩১ | Tomay cheye achi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

তোমায় চেয়ে আছি:

তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর হে।

জমল ধুলা প্রাণের বীণার তারে তারে সুন্দর হে ॥

নাই যে কুসুম, মালা গাঁথব কিসে! কান্নার গান বীণায় এনেছি যে,

দূর হতে তাই শুনতে পাবে অন্ধকারে সুন্দর হে ॥

দিনের পরে দিন কেটে যায় সুন্দর হে।

মরে হৃদয় কোন্‌ পিপাসায় সুন্দর হে।

শূন্য ঘাটে আমি কী-যে করি– রঙিন পালে কবে আসবে তরী,

পাড়ি দেব কবে সুধারসের পারাবারে সুন্দর হে ॥

 

তোমায় চেয়ে আছি , পূজা ৫৩১ | Tomay cheye achi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে।

 

তোমায় চেয়ে আছি , পূজা ৫৩১ | Tomay cheye achi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন