তোর ভিতরে জাগিয়া , পূজা ১৪৯ | Tor vhitore jagiya

তোর ভিতরে জাগিয়া , পূজা ১৪৯ | Tor vhitore jagiya  ‘রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়। রবীন্দ্রনাথের কবিতায় অন্যের সুরারোপিত গানগুলিকে ‘রবীন্দ্রসংগীত’ বর্গভুক্ত করা হয় না। এই কারণে জনপ্রিয় ‘দিনের শেষে ঘুমের দেশে’ (সুরকার: পঙ্কজকুমার মল্লিক) গানটিকে রবীন্দ্রসঙ্গীত পর্যায়ভুক্ত করা হয়নি।

 

তোর ভিতরে জাগিয়া , পূজা ১৪৯ | Tor vhitore jagiya

রাগ: আশাবরী-ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ সেপ্টেম্বর, ১৯২৬

 

তোর ভিতরে জাগিয়া , পূজা ১৪৯ | Tor vhitore jagiya
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

তোর ভিতরে জাগিয়া:

 

তোর ভিতরে জাগিয়া কে যে,

তারে বাঁধনে রাখিলি বাঁধি।

হায় আলোর পিয়াসি সে যে

তাই গুমরি উঠিছে কাঁদি ॥

যদি বাতাসে বহিল প্রাণ

কেন বীণায় বাজে না গান,

যদি গগনে জাগিল আলো

কেন নয়নে লাগিল আঁধি?।

পাখি নবপ্রভাতের বাণী

দিল কাননে কাননে আনি,

ফুলে নবজীবনের আশা

কত রঙে রঙে পায় ভাষা।

হোথা ফুরায়ে গিয়েছে রাতি,

হেথা জ্বলে নিশীথের বাতি–

তোর ভবনে ভুবনে কেন

হেন হয়ে গেল আধা-আধি?।

 

 

তোর ভিতরে জাগিয়া , পূজা ১৪৯ | Tor vhitore jagiya
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

১৯০০ সালে শান্তিনিকেতনে বসবাস শুরু করার পর থেকে রবীন্দ্রসংগীত রচনার তৃতীয় পর্বের সূচনা ঘটে।এই সময় রবীন্দ্রনাথ বাউল গানের সুর ও ভাব তার নিজের গানের অঙ্গীভূত করেন।প্রথম বিশ্বযুদ্ধের পর রবীন্দ্রনাথের গান রচনার চতুর্থ পর্বের সূচনা হয়। কবির এই সময়কার গানের বৈশিষ্ট্য ছিল নতুন নতুন ঠাটের প্রয়োগ এবং বিচিত্র ও দুরূহ সুরসৃষ্টি। তার রচিত সকল গান সংকলিত হয়েছে গীতবিতান গ্রন্থে। এই গ্রন্থের “পূজা”, “প্রেম”, “প্রকৃতি”, “স্বদেশ”, “আনুষ্ঠানিক” ও “বিচিত্র” পর্যায়ে মোট দেড় হাজার গান সংকলিত হয়। পরে গীতিনাট্য, নৃত্যনাট্য, নাটক, কাব্যগ্রন্থ ও অন্যান্য সংকলন গ্রন্থ থেকে বহু গান এই বইতে সংকলিত হয়েছিল।

 

তোর ভিতরে জাগিয়া , পূজা ১৪৯ | Tor vhitore jagiya
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন