দুঃখ যে তোর নয় রে চিরন্তন [ dukkho je tor noy re chironton ] কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর গীতালি কাব্যগ্রন্থ এর অন্তর্গত। গীতালি রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “গীতাঞ্জলি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
কবিতার নামঃ দুঃখ যে তোর নয় রে চিরন্তন
কাব্যগ্রন্থের নামঃ গীতালি [ ১৯১৪ ]
দুঃখ যে তোর নয় রে চিরন্তন dukkho je tor noy re chironton [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখ যে তোর নয়রে চিরন্তন।
পার আছে এর– এই সাগরের
বিপুল ক্রন্দন।
এই জীবনের ব্যথা যত
এইখানে সব হবে গত–
চিরপ্রাণের আলয়-মাঝে
বিপুল সান্ত্বন।
মরণ যে তোর নয় রে চিরন্তন।
দুয়ার তাহার পেরিয়ে যাবি,
ছিঁড়বে রে বন্ধন।
এ বেলা তোর যদি ঝড়ে
পূজার কুসুম ঝরে পড়ে
যাবার বেলায় ভরবি থালায়
মালা ও চন্দন।
আরও পড়ুনঃ