দুখ দিয়েছ , পূজা ২৩২ | Dukh diyecho

দুখ দিয়েছ , পূজা ২৩২ | Dukh diyecho  ‘রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়। রবীন্দ্রনাথের কবিতায় অন্যের সুরারোপিত গানগুলিকে ‘রবীন্দ্রসংগীত’ বর্গভুক্ত করা হয় না। এই কারণে জনপ্রিয় ‘দিনের শেষে ঘুমের দেশে’ (সুরকার: পঙ্কজকুমার মল্লিক) গানটিকে রবীন্দ্রসঙ্গীত পর্যায়ভুক্ত করা হয়নি।

 

 

দুখ দিয়েছ , পূজা ২৩২ | Dukh diyecho

রাগ: ভৈরবী

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১২৯১

 

দুখ দিয়েছ , পূজা ২৩২ | Dukh diyecho
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

দুখ দিয়েছ:

 

দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই, কেন গো একেলা ফেলে রাখ?

ডেকে নিলে ছিল যারা কাছে, তুমি তবে কাছে কাছে থাকো ॥

প্রাণ কারো সাড়া নাহি পায়, রবি শশী দেখা নাহি যায়,

এ পথে চলে যে অসহায়– তারে তুমি ডাকো, প্রভু, ডাকো ॥

সংসারের আলো নিভাইলে, বিষাদের আঁধার ঘনায়–

দেখাও তোমার বাতায়নে চির-আলো জ্বলিছে কোথায়।

শুষ্ক নির্ঝরের ধারে রই, পিপাসিত প্রাণ কাঁদে ওই–

অসীম প্রেমের উৎস কই, আমারে তৃষিত রেখো নাকো ॥

কে আমার আত্মীয় স্বজন– আজ আসে, কাল চলে যায়।

চরাচর ঘুরিছে কেবল– জগতের বিশ্রাম কোথায়।

সবাই আপনা নিয়ে রয় কে কাহারে দিবে গো আশ্রয়–

সংসারের নিরাশ্রয় জনে তোমার স্নেহেতে, নাথ, ঢাকো ॥

 

দুখ দিয়েছ , পূজা ২৩২ | Dukh diyecho
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রসঙ্গীত হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গান। বাংলা সংগীতের জগতে এই গানগুলি একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। রবীন্দ্রনাথের জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি যথাক্রমে ভারত ও বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। এছাড়া ভারতের জাতীয় স্তোত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম্‌ গানটিতে রবীন্দ্রনাথই সুরারোপ করেছিলেন।

দুখ দিয়েছ , পূজা ২৩২ | Dukh diyecho
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন