দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি

দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি ৪ (duti pran ek thai)। এই গানটি রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক পর্যায়ে গান। রাগ: সাহানা । তাল: ঝাঁপতাল । রচনাকাল (বঙ্গাব্দ): ১২৯১। রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮৮৫ । স্বরলিপিকার: ইন্দিরা দেবী।

 

দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি - রবীন্দ্রনাথ ঠাকুর

 

দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি,

শুভকার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি॥

এ জগতচরাচরে বেঁধেছ যে প্রেমডোরে

সে প্রেমে বাঁধিয়া দোঁহে স্নেহছায়ে রাখো ঢাকি॥

তোমারি আদেশ লয়ে সংসারে পশিবে দোঁহে,

তোমারি আশিস বলে এড়াইবে মায়ামোহে।

সাধিতে তোমার কাজ দুজনে চলিবে আজ,

হৃদয়ে মিলাবে হৃদি তোমারে হৃদয়ে রাখি॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর

 

গান্টি শুনুন:

 

 

আরও দেখুন:

মন্তব্য করুন