Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি

দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি

দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি ৪ (duti pran ek thai)। এই গানটি রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক পর্যায়ে গান। রাগ: সাহানা । তাল: ঝাঁপতাল । রচনাকাল (বঙ্গাব্দ): ১২৯১। রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮৮৫ । স্বরলিপিকার: ইন্দিরা দেবী।

 

 

দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি,

শুভকার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি॥

এ জগতচরাচরে বেঁধেছ যে প্রেমডোরে

সে প্রেমে বাঁধিয়া দোঁহে স্নেহছায়ে রাখো ঢাকি॥

তোমারি আদেশ লয়ে সংসারে পশিবে দোঁহে,

তোমারি আশিস বলে এড়াইবে মায়ামোহে।

সাধিতে তোমার কাজ দুজনে চলিবে আজ,

হৃদয়ে মিলাবে হৃদি তোমারে হৃদয়ে রাখি॥

 

 

গান্টি শুনুন:

 

 

আরও দেখুন:

Exit mobile version